খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ এপ্রিল ৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4127 বার
শালিখা, মাগুরা প্রতিনিধিঃ শালিখা উপজেলার বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবু হুরাইরাকে জমিজমা সংক্রান্ত বিষয়ে জীবন নাশের হুমকি দিয়েছে কতিপয় ব্যক্তি। এ ব্যাপারে সাংবাদিক গত ০৪ এপ্রিল’২২ ইং তারিখে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-১৭৬। সাধারণ ডায়েরী সুত্রে জানা যায় তার মা সুফিয়া খাতুন তার নিজ নামীয় জমি এস এ রেকর্ড অনুযায়ী ৬৯নং আড়পাড়া মৌজায় ৮০ শতক জমির মালিক। এ সম্পত্তির প্রাপ্যতা দাবি করে সাংবাদিক এর মা মাগুরা আদালতে একটি দেওয়ানী মামলা করে। মামলা নং-৭৪/২২ উক্ত মামলায় অভিযুক্ত আড়পাড়া গ্রামের মুন্সী জামাল হোসেন মামলা হওয়ার পর ক্ষুব্দ হয়ে তার ভাই ছলোমান মুন্সীকে দিয়ে আড়পাড়া বাজারে দারোগা মার্কেটে ডেকে নিয়ে ০৪/০৪/২০২২ ইং তারিখ বেলা ১২.৩০ মিনিটের সময় তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি দেয়। এসময় মারপিট করতে আসলে সে দ্রুত স্থান ত্যাগ করে এবং পরবর্তীতে থানায় জিডি করে। এ ব্যাপারে নিজের জীবনের নিরাপত্তা হীনতায় প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি আর্কষন করছেন সাংবাদিক ও তার পরিবারবর্গ।