খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3981 বার
নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র রজমান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও মূল্য এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও রমজানের পবিত্রতা রক্ষায় যশোরে মতবিনিময় হয়েছে। জেলা প্রাশাসনের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তুমিজুল ইসলাম খান।
প্রসাসনের পক্ষ থেকে সভায় জানানো হয়- ‘বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। যেকোন মূল্যে বাজারমূল্য স্বাভাবিক রাখা হবে।’
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘আমাদের দুর্ভাগ্য প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উৎসবের আগে আমাদের আইন-শৃঙ্খলা, বাজার দর নিয়ন্ত্রণে এমন সভা করতে হয়; যা বাঞ্ছনীয় নয়’। এবছর সরকার যশোরে এক লাখ ৩৭ হাজার পরিবারকে টিসিবির পণ্য দিচ্ছে। সেকারণে বাজারে পণ্যের যোগান কম থাকার কথা নয়। তাই তিনি সকলকে সামাজিক দায়বদ্ধতার মানসিকতা নিয়ে ব্যবসাসহ নানা কর্মকা- পরিচালনা করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জেলা প্রশাসান, পুলিশ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি নানা সংস্থা সব সময় বাজারে তদারকি করবে। সকলকে ভাবতে হবে- অধিক লাভের আশায় যেন লোকসান না হয়ে যায়। কেনোনা কারও অপরাধ শাস্তির পর্যায়ে চলে গেলে ছাড় দেয়ার সুযোগ নেই- এটা নিশ্চিত।’
তিনি পৌরসভার বিভিন্ন বাজারের টোল চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য পৌরমেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
এ মতবিনিময় সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, জেলা সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন বাবু, জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন, মিরাপুর কুণ্ড অয়েল মিলসের বিশ্বজিৎ কুণ্ডু, বেগম মিলসয়ের শরীফ হাসান, জেলা হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুকুল প্রমুখ।