জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ এপ্রিল ৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2239 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিজ ঘরের সিলিংয়ে এক যুবকের ঝুলন্ত লাশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১.৩০ মিনিটের দিকে। উপজেলার মেদুয়ারী গ্রামে। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। আনারুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। গত ৫ই এপ্রিল মঙ্গলবার সকালে মডেল থানায় পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ এ ঘটনায় ছোট ভাই এনামুলকে বাদী করে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়। স্থানীয়রা জানান বিষয়টি রহস্যময়।ঘটনাস্থল থেকে স্ত্রী জেসমিন আক্তার ও তার বড় বোনকেসহ প্রাথমীক জিজ্ঞেসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে চার ঘন্টা পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান এলাকাবাসী। নিহতের স্ত্রী: মেদুয়ারী ইউনিয়নের ছোট লোহাবৈ গ্রামের মো. হানিফার মেয়ে। এ ঘটনাকে গ্রামবাসী অপমৃত্যু বলে মানছেন না। এনিয়ে এলাকায় তোলপাড়। এদিকে লাশ উদ্ধারকৃত পুলিশ কর্মকর্তা এস.আই মো.মোস্তাফিজ জানান লাশের শরিলে সুরাতালে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে গলার পিছনে সামন্য দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৃতের নাম আনারুল ইসলাম (২৫),তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, লাশের গলার পিছনে একটি চিহ্ন পাওয়া গেছে। নিহতের বাবা স্বীকারোক্তি দেন,বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করছে। এসময় ছেলের বৌউকে ডাক দিলে দরজা খুলে বিদ্যুৎ না থাকায় মেচ লাইটার মারিলে দেখতে পায় ছেলের লাশ ঘরের সিলিংয়ে ঝুলন্ত। তিনি আত্মহত্যা করেছেন বলে ভাবছেন তারা।