খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ এপ্রিল ৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3124 বার
নড়াইল প্রতিনিধি ॥ নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ও চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি, বিশিষ্ট সার ব্যবসায়ী মোহাম্মদ হাসানুজ্জামানের বিরুদ্ধে সার বিক্রি নিয়ে অভিযোগের ঘটনায় তদন্তকারী কর্মকর্তা কৃষি মন্ত্রনালয়ের যুগ্নসচিব রবীন্দ্র শ্রী বড়–য়া মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ সংশ্লিষ্টদের স্বাক্ষ্য গ্রহণ করেছেন। ঘটনাস্থল শহরের রুপগঞ্জ বাজার এলাকায় ভিক্টোরিয়া কলেজ রোডে মোহাম্মদ হাসানুজ্জামানের সার বিক্রি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তার পরিদর্শন কার্যক্রম শেষ হলে তিনি (হাসানুজ্জামান) সাংবাদিকদের বলেন, কৃষি সম্মৃদ্ধ নড়াইল জেলায় বিগত কয়েক বছর যাবত কোন সার সংকট নেই।জেলার সার ডিলার ও সাব-ডিলাররা সরকারি নিয়মনীতি মেনে ইরি-বোরোর মওসুমসহ বিভিন্ন কৃষি ফসলের জন্য কৃষকদের কাছে ন্যায্যমূুল্যে সার বিক্রি করে আসছে। সার পেতে কোন কৃষকের হয়রানির শিকার হতে হয় না।সঠিক সময়ে প্রয়োজনমতো সার সরবরাহের কারণে এ জেলায় ইরি-বোরো ধানের উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়ে থাকে।অন্যান্য কৃষি ফসলেরও বাম্পার ফলন হয়ে থাকে।কতিপয় স্বার্থান্বেষী বর্তমান সরকার তথা সার ব্যবসায়ীদের ভাবমূর্তি এবং মান সম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক ও মনগড়া অপপ্রচার করে বেড়াচ্ছে।তিনি আরো জানান,রুপগঞ্জ বাজারে কলেজ রোডের আমার সার ব্যবসা প্রতিষ্ঠানে গত ১৭ ফেব্রুয়ারি পৌর এলাকার উজিরপুরের বিএনপি নেতা মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এসে প্রথমে এক বস্তা এমওপি (পটাশ) সার চায়।আমার সার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিরামন অধিকারী তার কাছে সরকার নির্ধারিত মূল্যে এক বস্তা সার বিক্রির পর ওই ব্যক্তি কিছু সময় পর এসে আরও এক বস্তা এমওপি (পটাশ) সার চায়।তখন আমার ম্যানেজার গোপনে জানতে পারেন ওই ব্যক্তি তার ভ্যানযোগে সাব-ডিলারদের কাছে সার পৌঁছে দেয়ার আড়ালে বেশ কিছুুদিন ধরে এখান থেকে সার নিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কৃষকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে চলেছে। ম্যানেজার হিরামন তাকে সার দিতে অপারগতা প্রকাশ করলে মোহাম্মদ আলী ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টেবিল ভাংচুরের চেষ্টা চালায়।ঘটনার পর আমার অফিসে ম্যানেজার হিরামন ও মোহাম্মদ আলী আসলে দু’জনের বক্তব্য শুনে আমি সুুষ্ঠুভাবে ঘটনার মীমাংসা করে দেই। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কতিপয় স্বার্থান্বেষী আমিসহ সার ব্যবসায়ীদের মান সম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক, মনগড়া ও মিথ্যা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে।