খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3420 বার
শালিখা মাগুরা, প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সে শালিখা উপজেলার দেশমুখ পাড়া গ্রামের রমেশ বিশ্বাস এর পুত্র চন্দ্র বিশ্বাস( ২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্র বিশ্বাস খুব সকালে করিমন চালিয়ে দ্রুত গতিতে মধুখালী যাওয়ার পথে পুলুম বাজার সংলগ্ন আলাল মাস্টারের বাড়ির নিকট মোড়ে করিমনটি উল্টে যায়।এ সময় সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।