খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2987 বার
প্রেস বিজ্ঞপ্তিঃ কেশবপুর উপজেলা মৎস্য জীবী লীগের কার্যক্রম কে আরও শক্তি শালী ও বেগবান করার লক্ষ্য এবং পৌর সভা ও ১১ টি ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার এমপি র নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সন্পাদক গাজী গোলাম মোস্তফা, কার্যকরী সদস্য শ্যামল দাশ, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, সদস্য সচিব সেলিম রেজা বাদশা, কেশবপুর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা প্রবীর দাশ,অপূর সরকার, সুজন কান্তি, তুষার কান্তি, দিলীপ সরকার, রাজিকুল,রুহুল কুদ্দুস, ইসহাক, মাহবুব, মনোহর গাইন,বিশ্বজিৎ, নাজিবুল,গোপাল ব্যানার্জী, সোহেল, মিজানুর, রুহুল আমীন, শরিফুল, সাঈদ, মাসুম, সাদেক, লিটন, নাজমুল, আশীষ, শিমুল ও মাসুদ হোসেন প্রমুখ। বার্তা প্রেরকঃ সাধন মল্লিক যুগ্ম আহবায়ক যশোর জেলা মৎস্য জীবী লীগ