খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 13019 বার
সাঈদ ইবনে হানিফ}= অসাম্প্রদায়িক চেতনার বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। কেবল ইসলামের বিধানের মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান। পারস্পরিক সম্প্রীতি রক্ষায়, সামাজিক বৈষম্য দূর, জাতিগত সহাবস্থান বজায় রাখা, এবং ধর্মীয় সাংস্কৃতি নিশ্চিত করণে ইসলামে গুরুত্বপূর্ণ নিদর্শনা রয়েছে। যা- বাস্তবায়ন করা গেলে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভালো ভূমিকা রাখতে পারে।
গতকাল রবিবার যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর বাগডাঙ্গা বাজারে ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যশোর জেলা জামায়াতের সাংগঠনিক শাখার আমীর মোঃ গোলাম রসুল। বুড়ি ভৈরব নদীর চরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগের বাসুয়াড়ী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর সাংগঠনিক জেলা সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস, যশোর সাংগঠনিক জেলা শাখার প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, বাঘারপাড়া উপজেলা আমীর মোঃ রফিকুল ইসলাম, যুব বিভাগের বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই ,বাসুয়াড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের মানুষ শোষণ, শাসন, আর চরম বৈষম্যের শিকার। একশ্রেণীর মানুষ ধর্মের নামে অধর্মের চেতনা লালন করে, তাদের ইন্দনে বিভিন্ন সময়ে বাঙালি জাতি গোষ্ঠীর উপর অন্যায় ভাবে বৈষম্যের বেড়ী পরানোর অপচেষ্টা করা হয়েছে। দীর্ঘ কাল পরে হলেও বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরে এক চরম স্বৈরাচারী শাসক কে বিতাড়িত করেছে।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর মানুষ বসবাস করে। দীর্ঘ বছর ধরে তারা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে বসবাস করছে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকার সেই সম্প্রীতি নষ্টের অপচেষ্টা মাধ্যমে ধর্মের এবং জাতিগত বৈষম্য সৃষ্টি করে বাঙালি জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর ছায়াতলে সকল ধর্মের বর্ণের মানুষ-ই নিরাপদ। এজন্য বাঙালি হিসেবে সভ্য, সুশৃঙ্খল জাতিতে রূপান্তর করতে শ্রেণী গত বিভাজন এবং সংঘাতের রাজনীতি কোন ভাবেই কাম্য নয় ।