নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ১ হাজার ৪২৩ জনের নামের প্রাথমিক তালিকা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।

এই উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, এক মাস যাচাই-বাছাইয়ের পর পাওয়া আহতের সংখ্যা ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ জনের দুই চোখের আলো চিরতরে নিভে গেছে।

তারেকুল বলেন, সরকার যখন নিহত পরিবারের আর্থিক অনুদানের ঘোষণা দেয়, তখন আমাদের কাছে অনেক নাম আসতে থাকে। সব মিলিয়ে দুই হাজার নিহতের নাম থেকে প্রাথমিকভাবে আমরা ১ হাজার ৪২৩ জনের তালিকা করেছি। এটি আরও যাচাই-বাছাই করে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। প্রাথমিক তালিকায় পুলিশ, ছাত্রলীগ বা আন্দোলনে নিহত অন্যরাও রয়েছেন। পরে যাচাই-বাছাই করে শুধু নিহত ছাত্রদের এ তালিকায় ঠাঁই দেওয়া হবে।

আহতদের নিয়ে কাজ করাটা বেশ কষ্টসাধ্য। কারণ এ সংখ্যা অনেক বেশি। এর মধ্যে আমরা যখন তথ্য সংগ্রহ করি, তখন আন্দোলনে আহত না এমন অনেকে চলে আসে। আহতদের শুধু নাম পাওয়া যায়; মোবাইল নম্বর, ঠিকানা পাওয়া যায় না। তারপর যাচাই করতে গিয়ে দেখেছি, এদের মধ্যে অনেকে আন্দোলনে আহত হননি।

হাসপাতালে ভর্তি, যাদের অঙ্গহানি হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, গুলি লেগেছে– এমন রোগীর কাছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে দেবে বলে জানিয়েছেন তারেকুল ইসলাম।