খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3525 বার
খুলনা জেলা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক ইউপি সদস্য সৈয়দ ফারুখ হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার কোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, বাবু উজ্জ্বল কুমার, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, জেলা জাসাসের সদস্য সচিব আবুল কালাম আজাদ, চৌধুরী কাওসার আলী, আজিজুর রহমান গাউস, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, শরীফ নাঈমুল হক, সাজ্জাদ হোসেন নান্টা, শহিদুল ইসলাম, মিল্টন মুন্সি, আজিজুর রহমান আজিবর, সিকদার এবাদুল ইসলাম, আইয়ুব মল্লিক, ইউসুফ শেখ,রবিউল ইসলাম লাকু, কামাল উদ্দিন, আবুল হোসেন বাবু মোল্লা, এস কে নাসির আহমেদ, আজিজুল হাকিম, জাহিদুল ইসলাম, খান গিয়াস আহমেদ ,জামাল বিশ্বাস, ফেরদৌস মেম্বার, আমিনুল ইসলাম, কালাম ফরাজী, টুলু লস্কর সহ ইউনিয়ন, উপজেলা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা যুবদল নেতা সৈয়দ ফারুক হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার আন্দোলন কে নস্যাৎ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র করছে এবং খুনি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে রাজপথে থাকার আহবান জানান।