খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 6782 বার
নিজস্ব প্রতিবেদক॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস আজ।
২০০৭ সালের ৩সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। পরে ২০০৮ সালের ১১সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা লাভের মধ্য দিয়ে তিনি আবারও দেশের গণতন্ত্রকামী মানুষের নেতৃত্ব দেবেন।
১/১১ অনির্বাচিত সরকার তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনাও তাকে ঠিক একই ভাবে কারাবন্দি করেছিল। তাদের লক্ষ্য ছিল তিলে তিলে দেশনেত্রীকে খালেদা জিয়া নিঃশেষ করে দেওয়া। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ নৈকট্য এবং জনগণের দোয়ায় তিনি আজও তিনি বেঁচে আছেন। মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছেন। দলীয় চেয়ারপার্সনের ১৭তম কারামুক্তি দিবসে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বুধবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাবেক জেলা বিএনপি নেতা মাহতাব নাসির পলাশ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।