নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শার আমড়াখালীতে বিজিবি‌র অভিযানে ছয় কোটি টাকা মূল্যের ৬ বোতল এলএসডি মাদক উদ্ধার করা হয়েছে।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্সি দ্দিকী বলেন, শুক্রবার (৬ সেপ্টেবর) দুপুরে শার্শার আমড়াখালী বিজিবি’র চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিনে রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়।

সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে’ এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এসময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারি দৌড়ে পালিয়ে যায়।

পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি’ ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়।

আটক এলএসডি’র বাজার মূল্য ৬কোটি ২৪ লাখ টাকা, ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৪০০টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৭০০টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।