খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4719 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : নিম্নচাপ ও ভারি বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে যশোরের বাঘারপাড়া উপজেলার ফসলের মাঠ। পানি নিষ্কাশনের সঠিক ব্যাবস্থা না থাকায় খালবিল ভরে বেশিরভাগ বসতবাড়ির উঠানে এবং চলাচলের রাস্তা গুলোর উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে।
এমন অবস্থার সৃষ্টি হয়েছে গতকাল ২৫ আগস্ট দিনগত রাতের ভারি বৃষ্টিপাতের কারণে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত মূশল ধারে বৃষ্টিপাত শুরু হয়। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার বাসুয়াড়ী, দরাজহাট, জামদিয়সহ প্রায় সব কয়টি ইউনিয়নে খালবিল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মাঠ গুলোতে কৃষকের তরিতরকারি, জাতীয় ফসল, ধান ক্ষেতগুলো এখন পানির নিচে।
পানি নিষ্কাশনের সঠিক ব্যাবস্থা না থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে খালবিল ভরে পানি উঠে এসেছে বসতবাড়ির উঠানে। বিল এলাকার রাস্তা গুলোর বেশির ভাগ পানিতে তলিয়ে গেছে। এসব কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুর রউফ, জানিয়েছেন, তাদের উঠানে হাঁটু পানি, প্রতিবছর ভারি বৃষ্টিপাত শুরু হলে এই অবস্থার সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের যে সব ব্যবস্থা ছিল তা বন্ধ হয়ে গেছে। এজন্য এই বছর বসতভিটা, খালবিলের জলাবদ্ধতা দীর্ঘ দিন স্থায়ী হতে পারে। এমন অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়নে।
এসব এলাকার সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক বিরোধ, অপরিকল্পিত মাছের ঘের তৈরি, খালবিলের জলাবদ্ধতা নিরসনে জন্য পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়ন গ্রহণ না করায় দিন দিন উপজেলার বেশিরভাগ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছে।