খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ৩১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1772 বার
নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র আশরাফুল আলম লিটনের হুকুমে বেনাপোল বন্দরের নিরীহ শ্রমিকদের উপর বোমা হামলার প্রতিবাদে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১০টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ সংগঠনের প্রায় ১২০০ শ্রমিক এই মানববন্ধনে অংশ নেয়।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি তথা যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনটি কাস্টম হাউস হতে বন্দরের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিশাল লম্বা লাইনে পরিণত হয়।
উক্ত মানববন্ধনে শ্রমিক নেতা অহিদ বলেন, মেয়র লিটন তার সন্ত্রাসী কর্মকান্ড ধামাচাপা দিতে তাকেসহ তার নিরীহ শ্রমিকদের উপর মামলা চাপাতে মরিয়া হয়ে উঠেছে। বেনাপোল বন্দরের শ্রমিকরা মেয়রের কালো হাত থেকে রক্ষা পেতে চায় বলে জানালেন তিনি। এসময় শ্রমিকরা বিভিন্ন ব্যানারে লিটনের আর্শিবাদপুষ্ট সন্ত্রাসী রাশেদের আটকের দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি আব্দুর রশিদ, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মন্ডল, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১’র সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানেসহ বন্দরের শ্রমিকরা।