গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বড়দেশ্বরী আদর্শ উচ্চ বিদ্যালয়র অষ্টম শ্রেণির ছাত্র নুরনবীকে বেধড়ক মারপিটের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত বড়দেশ্বরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ ৪ জনের বিরুদ্ধে নুরনবির চাচা বাদি হয়ে ঠাকুরগাঁওয়ে আদালতে মামলা দায়ের করেন।

তবে মামলা সূত্রে জানা যায়, গত ২৩ শে মার্চ বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ উপলক্ষে এক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান চলাকালীন নৈশ প্রহরী ফেরদৌস সহ মুরাদ, মন্টু ও রফিকুল ইসলামের সাথে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর কথা কাটাকাটি ঘটলে উক্ত কথা কাটাকাটির জের ধরে প্রহরীসহ ৪ জন মিলে আনুমানিক ৮ঃ৩০ মিনিটে হত্যার উদেশ্য বাঁশের লাঠিসহ এলোপাথাড়ি, কিল-ঘুষি, মারপিট করেন এতে শরীরের বিভিন্ন স্থানে অনেক জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে এতে আরো বেশি এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকে সেসময় অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্র নুরনবীকে হুমকি দিয়ে বলে এই মারপিটের বিষয় ফাস হলে এমনকি কোনখানে অভিযোগ করলে নুরনবীকে প্রানে মেরে ফেলার হুমকি ধামকি দেন।সে সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

তারই প্রতিবাদে সুষ্ঠ ন্যায় বিচারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমীন, সাবেক ইউপি সদস্য আরফান আলী, ইউপি সদস্য ওসমান আলী ওহাব, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহিদ, মাইনউদ্দীন প্রমূখ। এসময় বক্তারা হামলাকারীর শাস্তি এবং বড়দেশ্বরী হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল এর অপসারণের দাবি তোলেন।এদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম এবং বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন,বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এহেন ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়।