খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ মার্চ ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 58413 বার
রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি : যশোরের চৌগাছা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকালে চৌগাছা ডিভাইন হাউস হল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।স্বাধীনতার এই মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু করেন।পৌর বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং আগামীতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত।হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতে সম্মেলনকে সফল করে তোলেন চৌগাছা পৌর বিএনপি।
পৌর বিএনপির আহবায়ক জনাব সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে ও হাজী আব্দুল হালিম চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত,অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম,যুগ্ম -আহবায়ক মাসুদুল হাসান সহ পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।