খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1604 বার
মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে আলমসাধুর ধাক্কায় আয়েশা বেগম (৫৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হেলাঞ্চি গ্রামে বাড়ির সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মকলেসুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাগলের বাচ্চা ধরতে বাড়ির সামনে রাস্তায় আসেন আয়েশা বেগম। এসময় বিদ্যুতের সংযোগ স্থাপনের বাঁশখুঁটি বহনকারী একটি আলমসাধু দ্রুত গতিতে সেখান দিয়ে পার হচ্ছিলো। বাড়ি থেকে রাস্তায় উঠতে আলমসাধুতে থাকা বাঁশখুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে রক্তাক্ত জখম হন আয়েশা বেগম। পরে স্বজনরা উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন দাস বলেন, গৃহবধূকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আলমসাধু চালককে ধরা যায়নি।
তিনি বলেন, এ ব্যাপারে নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।