খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ জুলাই ৩১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5019 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ৬৭ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোক জনিত প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ৩৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার (৩০জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে ৮৬যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ড. তৌহিদুজ্জামান তুহিন ৬৭ জন রোগীর মাঝে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের ৫০ হাজার টাকা করে সর্বমোট ৩৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা সহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকরামুল হক খোকন, যুবলীগ নেতা আজহারুল ইসলাম, সাজ্জাদ নুরুল হক বিন্তু সহ প্রমুখ।
চেক পাওয়া হাফিসা নুরের (০২) মা তাহেরা আফরোজ বলেন তার মেয়ের চোখে টিউমার ক্যন্সার আক্রান্ত। দুই বছর ধরে খরচ চালিয়ে তিনি এখন আর পেরে উঠছেন না তাই সাহায্যের জন্য আবেদন করেছিলেন। কিডনি রোগী সোহাগ হোসেন(৩৪) বলেন, আমাদের কিডনির রোগীদের চিকিৎসা অনেক ব্যায়বহুল। আমার পরিবার হিমশিম খাচ্ছে তাই সমাজসেবা অফিসে সাহায্যের জন্য আবেদন করেছিলাম। প্রধানমন্ত্রী কে ধন্যবাদ। ক্যান্সার আক্রান্ত নেছার আলী (৪৬) বলেন ক্যান্সারে আক্রান্ত হবার পর সব হারিয়ে নিঃস্ব হয়ে সমাজসেবা অফিসে সাহায্য চেয়ে আবেদন করেছিলাম। কাল রাতে ফোন দিয়ে আসতে বলা হয়েছিলো এখন আল্লাহ যা দিয়েছে সরকারের তরফ থেকে তা দিয়ে চিকিৎসা হয়ে বালবাচ্চা দেখতে হবে৷
প্রধান অতিথির বক্তব্যে ড. তৌহিদুজ্জামান তুহিন এম,পি বলেন বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি আপনাদের জন্য ৫০ হাজার টাকা করে ৬৭ টি চেক দিচ্ছেন। আমি চাই ব্যাবসা বানিজ্য অনেকদিন বন্ধ আছে, আর্থিক সংকটেও আপনারা খুব সতর্কতার সঙ্গে এই টাকা নিজেদের চিকিৎসায় ব্যয় করুন। আমি আপনাদের কাগজগুলো দেখলাম। আসলেই আপনাদের জন্য এই টাকা গুলো অনেক জরুরী। আমি নিজেও হৃদরোগের চিকিৎসা করি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের দাবি আছে, আমি পারি আর না পারি আপনারা বিরক্ত করবেন এটা একটু দেখে দেন, এটা একটু করে দেন। আমি চাই আগামীতে প্রধানমন্ত্রীর আরো সাহায্য এই অঞ্চলের মানুষ পাক, তিনি এই সময় সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন কে আগামীতে আরো বেশি করে আবেদন জমা নিতে বলেন।