যশোর অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি নেওয়ার প্রতিবাদে যশোরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

আজ সোমবার বিকেলে যশোর শহরের কারবালা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক শিক্ষার্থীর নাম জানা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে শিক্ষার্থীদের পুলিশি নিপীড়ন ও সমন্বয়কদের জিম্মি করে জোর করে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি নেওয়ার প্রতিবাদে বিকেলে শহরের ধর্মতলা মোড় থেকে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কারবালা এলাকায় পৌঁছালে বিপুলসংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা মিছিলটি দড়াটানা মোড় পর্যন্ত নিতে চান। তবে শেষ পর্যন্ত পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, ‘পুলিশ আজকের কর্মসূচিতে বাধা দেবে, তা আমরা আগেই জানতাম। পুলিশ বাধা দিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। পুলিশ আমাদের এক ছোট ভাইকে আটক করেছে। আমাদের দাবি থাকবে, পুলিশ যেন নিরাপদে ওই শিক্ষার্থীকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। সেই সঙ্গে মিছিলে বাধা দেওয়ায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, জোর করে সমন্বয়কদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে। সারা দেশে দমন–পীড়নের মাধ্যমে ছাত্রদের আন্দোলন আটকানো চেষ্টা করা হচ্ছে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।