সাঈদ ইবনে হানিফ: যশোর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সকল ধরনের নিয়োগ বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। তার নির্বাচনী এলাকায় নিয়োগ দুর্নীতি সিন্ডিকেটের কোন নমুনা থাকবে না।

তিনি বলেন, ইতিপূর্বে যারা নিয়োগ বাণিজ্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তাদের কে সেই টাকা ফেরত দিতে হবে।

গত বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর (নওয়াপাড়া) ইন্সটিটিউট অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি, ও কলেজের দপ্তর প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে বলেন, তার নির্বাচনী এলাকায় দুর্নীতি অনিয়মের কোন সিন্ডিকেট থাকবে না। এসব বন্ধ না করলে তাদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায়, উপজেলার সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন ।