সাতক্ষীরারা কলারোয়ায় বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটির আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ মার্চ ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1995 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যলয়ে উক্ত দিবস পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সুসাইটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান।
পবিত্র কুরআন থেকে তেলয়াওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানটি শুরু হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আবদুর রব, সহÑসাধারন সম্পাদক ইছাক আলী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য রফিকুজ্জামান রিন্টু, গোলাম মোস্তফা প্রমূখ। বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির স্থপতি বঙবন্ধু শেখ মুজিবার রহমান, তার কঠিন দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্যে বাঙ্গালী জাতি তাদের চেতনা খুঁজে পেয়েছিল। যার কারনে তারা একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের স্বাধীনতা সূর্যকে জয় করেছিল। বক্তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্ঠির জন্য দল মত নির্বিশেষে সবাই বঙ্গ-বন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন। সাথে সাথে বক্তারা ত্রিশ লাখ বাঙ্গালী ও দুই লাখ মা বোনের রুহের মাগফিরাত কামনা করেন। এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি তার বক্তব্যে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ হিউম্যান রাউটস এ্যান্ড প্রেস সোসাইটি’র সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক বেতনা নদীর ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম রবি।