জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুলাই ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5942 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ২০টি প্রকল্পের জন্য স্বচ্ছতার ভিত্তিতে ৫০ লাখ টাকার চেক প্রকল্পের সভাপতিদের হাতে তুলে দেন স্থানীয় এমপি এম,এ ওয়াহেদ।
চেক বিতরন উপলক্ষে সোমবার (৮ জুলাই) বিকালে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি এমএ ওয়াহেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নী, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মনি, মেদুয়ারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও উথুরা ইউনিয়ন আ’লীগের সভাপতি শামছুল হক ও প্রভাষক আতাউর রহমান কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন নুর আলম জিকু।