আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : ঊষার আলো সামাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং দেয়াড়া মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমানের নিজস্ব অর্থায়নে যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের এতিম বালক হাফেজ পড়ুয়া জাহিদ হাসানের পরিবারের কাছে ঘর হস্তান্তর করেছে যশোর সদর উপজেলার চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু।

সোমবার (৮ জুলাই) বিকাল চারটায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, চেয়ারম্যান আনিসুর রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে প্রতিটি জনপ্রতিনিধি যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে দেশে আর কেউ গৃহহীন থাকবে না। স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়িত হবে। তাই আমি বলবো তৃণমূলের সকল জনপ্রতিনিধিদের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক বি এম সাগর হোসাইন বলেন আমরা সমাজের এতিম, অসহায়, দুস্থ নিপিড়িত মানুষের পাশে অতিতেও ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা সেই সমস্ত মানুষের খোঁজে ঘুরে বেড়াই যাদের দেখার মত কেউ নাই। সকলকে আহবান করবো আসুন আমরা সমাজটাকে বদলে দিই। গড়ে তুলি সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতউল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, দেয়াড়া ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন, ঊষার আলো সংগঠনের সহ সম্পাদক মাষ্টার আশিকুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক খালিদুর রেজা শিশির, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান শান্তি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশফিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন হোসেন সাদ্দাম, হাফেজ ক্বারী রহমতুল্লাহ নাজমুল হোসাইন রনি, মোস্তাক, আরিফুল ইসলাম জনি, রোকনুজ্জামান, রিফাত হোসেন জুয়েল, মাসুদ রানা, আসাদুল হক, বাবু গাজী, চঞ্চল হোসেন, যুবলীগ নেতা আজমীর জোয়ারদার, রেজাউল ইসলাম, সোহেল রানা, ছাত্রলীগ নেতা ইসলামুল হক তন্ময়, মিকাইল হোসেন, আরিফুল ইসলাম মানিক, সাদ্দাম হোসেন, জাহিদ হাসান সহ আরও অনেকে।