খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 854 বার
সাব্বির হোসেন : বেনাপোল সীমান্ত থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক সহ ইব্রাহিম কারিকার (৩১) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ মার্চ) সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ভারতের পশ্চিমবঙ্গ বনগাঁর বাসিন্দা।
বেনাপোলে দায়িত্বরত এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, তাদের কাছে গোপন খবর আসে, এক ভারতীয় পাসপোর্ট যাত্রী (পাসপোর্ট নং-Z5985762) শক্তিশালী বিষ্ফোরক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে, ওই যাত্রী বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালের ভারত হতে বাংলাদেশে প্রবেশপথে জিরো পয়েন্টে আসলে তা বিজিবিকে অবহিত করা হয় এবং তার ব্যাগেজ তল্লাশি করে অবৈধভাবে বহন করা দুই কার্টুন ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক সহ বিজিবি তাকে আটক করে বিজিবির তত্বাবধানে রেখে দেন।