খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ জুলাই ৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1454 বার
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিক্ষা বিস্তারে হরিলীলামৃত স্কুলের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের বন খলিশাখালী মালাকার বাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরে উৎসব মূখর পরিবেশে ৩৩ তম স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল।
বাসুদেব মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতুয়া মিশন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল, সদস্য গৌর চন্দ্র শীল, সদস্য পিযুষ বিশ্বাস, রায়গ্রাম হরিলীলামৃত স্কুলের শিক্ষক কুমারেশ রায়, বন খলিশাখালী গীতা স্কুলের শিক্ষক অঞ্জু গোলদার, বনখলি শাখালী হরিলীলামৃত স্কুলের শিক্ষক মালতি মালাকার, ঝর্না মালাকার, প্রদিপ রায়, হীরা রায় প্রমুখ। এড়াছা বনখলিশাখালী হরিলীলামৃত স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।