খুলনা অফিস: খুলনা জেলার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে চারজন মনোনয়ননপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তাইজুল ইসলাম ।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, পাখি রানী বিশ্বাস, মুক্তা খাতুন, সাথি আক্তার ও দীপা রায়।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই এ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১১ জুলাই।

জানা গেছে, গত ২১মে বারাসাত ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পাখি রানী বিশ্বাস পদত্যাগ করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।