সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর) : গত কয়েকদিন ধরে বিদ্যুৎ লাইনের মেইন তার ছিড়ে সামান্য বেধেঁ থাকা অবস্থাতেই বিপদের আশঙ্কা অনুমান করে পল্লী বিদ্যুৎ’কে বিষয়টি জানানো হলে তারা বিষয়টি’তে গুরুত্ব দেয়’না, গুরুত্ব না দেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, আজ যদি সবজি নামের মাদ্রাসার ছাত্রটি সারাজীবনের জন্য পঙ্গুত্ববরণ কিংবা মারা যেতো, তাহলে তার পরিবারকে কি জবাব দিতো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, কি সান্তনা দিতো তারা।

গত (২৬ জুন) সকালে যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের, সরদার পাড়া ”পল্লী নন্দন কৃষি খামারের সামনে’পল্লী বিদ্যুৎতের মেইন লাইনের তার ছিড়ে দুই শিশুর উপরে পড়লে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মাদ্রাসার ছাত্র সজীব নামের শিশু মারাত্মকভাবে আহত হয়, সজীব কাশিপুর গ্রামের বাসিন্দা ভ্যান চালক শাহীন-এর ছেলে।

উক্ত বিষয়ে তথ্যসূত্রে জানা যায় যে, স্থানীয় জনসাধারণ ও পল্লী নন্দন কৃষি খামারের মালিক “মোঃ মুক্তার আলী, পল্লী বিদ্যুৎতের মেইন তার ছিড়ে সামান্য বেধেঁ থাকা অবস্থাতেই পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ের কর্মচারীদের এবং পল্লী বিদ্যুৎ সমিতি ”যশোর -১ পুলেরহাট শাখাকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো বা অভিযোগ করেন, অভিযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, আহত মাদ্রাসার ছাত্র ”সজীব” ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো, বর্তমানে সজীব-এর অবস্থার অবনতি হলে আজ (২৭ জুন) বুধবার, ১২’টার সময় যশোর ২৫০’শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এবিষয়ে আহত সজীবের মা ও ভ্যান চালক বাবা শাহিনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন বারবার বলা সত্ত্বেও পল্লী বিদ্যুৎতের লোক বিষয়টিকে গুরুত্ব দেয়নি, আজ যদি আমার ছেলেটার মারাত্মক কোনো ক্ষতি হতো বা মারা যেতো কি জবাব দিতো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, কি সান্তনা দিতো তারা।