জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুন ২২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2047 বার
বিল্লাল হোসেন, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আওতাধীন বন বিভাগের জমি দখল করে একাধিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে স্থানীয় বন বিভাগের রহস্যজনক নীরবতায় বেহাত হয়ে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল।
সরেজমিন উথুরার কয়েকটি এলাকা ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, কৈয়াদী মৌজাতে কৈয়াদী হাইস্কুলের দপ্তরি বিল্লাল হোসেন, কৈয়াদী বাজার সংলগ্ন রেজেক, খোলাবাড়ি নারাঙ্গি মৌজায় (১৫০নং) দাগে, শহিদুল মাস্টার বন বিভাগের জমিতে পাঁচতলা বাড়ি নির্মাণ করছেন।
এমনকি শহিদুল মাষ্টারের পাশাপাশি আরও একটি পরিচয় কইয়েছে মুক্তিযোদ্ধা এবং তার ছেলে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে কর্মরত আছেন বলে এলাকায় তাদের দাপটে মানুষ অতিষ্ঠ।
জমির সীমানা নির্ধারণ বা ডেমারকেশন না থাকলেও বনের জমিতে কিভাবে বহুতল ভবন নির্মাণ করছেন এমন প্রশ্নের জবাবে শহিদুল মাষ্টার ছেলে মোফাজ্জল হোসেন ১৫২ নং দাগ বলে, ফাঁস কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কাগজপত্র ঠিক আছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমান বিট অফিসার উথুরা বিটে দায়িত্বে আসার পর থেকে পরপরই বনভূমি দখল জোরালো হয়েছে। বিট কর্মকর্তা সার্বিক খবরাখবর নিয়ে ভবন মালিকদের সাথে যোগসাজশ করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় নজরুল ইসলাম জানান, শহিদুল মাষ্টার ভবনের জমি ১৫০ নম্বর দাগে এবং বন বিভাগের জমি।
উথুরা রেঞ্জ কর্মকতা রেদোয়ান জানান, বিট অফিসার অনেক কিছুই জানাননি আমাকে তবে শহিদুল মাষ্টারের ভবনের বিষয়টি জানি এবং কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ১৫০ নম্বর দাগ পুরোটাই বন বিভাগের জায়গা।