খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ মার্চ ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4594 বার
স্ট্যাফ রিপোটার : নড়াইল পুরাতন বাস টার্মিনালে বোমা_হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসীরা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে পর পর ৩/৪টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটায় । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুহুর্তের মধ্যে দোকান-পাট বন্ধ হয় যায়। লোকজন ছোটাছুটি শুরু করে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।