আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে গন ধ *র্ষ *ণ মামলার ২ আসামি আটক হয়েছে। আটককৃতরা হলো ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর (গুচ্ছগ্রাম) এর লুতা মিয়ার ছেলে ঝন্টু মিয়া (৩৮) এবং আনছার আলীর ছেলে শাকিল (২৪)।

ধর্ষিতার মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তারিখ ১০/০৬/২৪।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বাদীর মেয়ে (২৮) হাবাগোবা ও সরল প্রকৃতির। সে যশোর গোলপাতা হোটেলে বুয়ার কাজ করে। গত ৬ জুন রাত ৭.৪৫ ঘটিকার সময় বাদীর মেয়ে তার স্বামীকে নিয়ে বাড়ি আসে। অভিভাবকদের না জানিয়ে বিয়ে করায় বাদী এবং তার ছেলে মেয়ে ও জামাইকে বকাঝকা করলে জামাই সেখান থেকে চলে যায়। এরপর মেয়ে তার জামাইকে খুজতে বাদীর বাড়ির সামনে যশোর বেনাপোল মহাসড়কের উপরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এসময় মামলার ১ ও ২ নং আসামি তাকে স্বামীর কাছে পৌঁছে দিবে বলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে তুলে রাত্র অনুমান ৮.৪০ ঘটিকার সময় ঝিকরগাছা থানার নওয়াপাড়া গ্রামের মোঃ আবুল বাশার এর পেঁপে বাগানের উত্তর পাশে ডুমদিয়া হতে নারাঙ্গালী গামী কাঁচা রাস্তার উপর নিয়ে যায় । সেখানে এক ও দুই নম্বর আসামি মোবাইল ফোনে অজ্ঞাতনামা আরো দুইজনকে ডেকে নিয়ে উক্ত রাস্তার ওপর মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধ *র্ষ *ণ করে এবং ৭/৬/২৪ ইং তারিখ ভোর বেলা অজ্ঞাতনামা গাড়িতে করে যশোরে নামিয়ে দিয়ে আসে। সেই সাথে উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এমতাবস্থায় মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ৯/৬/২৪ তারিখে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে ১০/৬/২৪ ইং তারিখে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূইয়া বলেন, ভিকটিমের মায়ের দেয়া এজাহারের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ ও ২ নং আসামীকে গ্রেফতার করেছে। সমস্ত প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।