খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5735 বার
স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কিসমত হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুই ‘ভুয়া সাংবাদিককে’ আটক করেছে পুলিশ। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে বুধবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
পুলিশের দাবি, ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের হয়ে কাজ করছিলেন। তবে ওই চেয়ারম্যান প্রার্থীর দাবি, তিনি তাদেরকে চেনেন না।
আটকরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে শারমিন আরা ও যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন জানান, বুধবার দুপুরে কিসমত হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তারা ওই দুই ‘ভুয়া সাংবাদিককে’ আটক করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ জানান, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে এবং পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে তারা কাজ করছিলেন। কয়েকজন প্রার্থীও পুলিশের কাছে তাদের বিষয়ে অভিযোগ করেছিলেন। এর মধ্যে আটক নিরব একজন পেশাদার প্রতারক। তিনি পুলিশের কাছে ইতোপূর্বে কয়েকবার আটক হয়েছিলেন। আর শারমিন আরার কাছে যে কার্ডটি পাওয়া গেছে সেটি ঝিনাইদহের।
যশোরের নির্বাচন পর্যবেক্ষণের যে কার্ডের প্রয়োজন হয় সেই কার্ডটি তার নেই। তারা যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িচালকের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, চেয়ারম্যান প্রার্থী বিপুলের ম্যানেজার তাদেরকে গাড়িতে করে নিয়ে এসেছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, তারা আটক দুই জনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
আটক দুই জনের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল জানান, তিনি তাদেরকে চেনেন না, জানেন না। তারা ভুয়া সাংবাদিক কি-না তাও জানেন না। সুত্র : দৈনিক লোকসমাজ।