খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4220 বার
সানজিদা আক্তার সান্তনা, যশোর অফিস : যশোরে মাদক মামলায় ২ জনের প্রত্যেকের ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ আবু বক্কর সিদ্দিকি মঙ্গলবার এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের রাজাপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে জাকির হোসেন ও একই এলাকার আলাউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন । বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আহসান হাবিব মুকুল।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৭ অক্টোবর বোনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে, শিকড়ী পীরবাড়ি এলাকায় মাদক চোরাচালান হচ্ছে। তাৎক্ষণিক রাত নয়টায় তারা ওই এলাকায় অভিযান চালায়। পীরবাড়ির সামনে থেকে ওই দুই আসামিকে আটক করে।
এ সময় জয়নালের কাছ থেকে ৫০ বোতল ও জাকিরের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই ওমর শরীফ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার আদালত আসামিদের উপস্থিতিতে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।