খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ২১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5852 বার
এসএম স্বপনঃ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শার্শায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন।
তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান অহিদ (আনারাস)১২২৯১, আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩৯২৯, ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুর রহিম সরদার পেয়েছেন ২২ হাজার ৯৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিন আলম বাদল (টিউবওয়েল) ১৩৮৬৬, সাইফুল ইসলাম মন্টু (চশমা) ১৪৪৫৯, তরিকুল ইসলাম মিলন (টিয়া পাখি) ৪২১৪ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী শামীমা খাতুন সালমা পেয়েছেন ৪২ হাজার ৬২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়াদ ফেরদৌস (হাঁস)৭৭২৯, নুরুন্নাহ (ফুটবল) ৫১৬১ ভোট পেয়েছেন।
নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ১৮.৬৩%। নির্বাচনে বিজয়ী তিনজনই আওয়ামীলীগ সমর্থিত এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকলেই আওয়ামীলীগ সমর্থিত বলে জানা গেছে।