জাতীয় সংবাদ, শিক্ষাঙ্গন | তারিখঃ মে ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1549 বার
নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় এবার ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছরের তুলনায় এটি ৪ দশমিক ৯৬ শতাংশ বেশি। এছাড়া জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এবার জিপিএ-ফাইভ পাওয়ার সংখ্যা ১৪ হাজার ২০৬ জন, যা গতবার ছিল ছয় হাজার ২১৩ জন। এই হিসাবে জিপিএ-ফাইভ পাওয়ার হার বেড়েছে ১২৮ দশমিক ৬৪ শতাংশ।।
রবিবার সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯ হাজার ৭১ টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৯ হাজার ৭১৪ জন ছাত্র এবং ১ লাখ ১৭ হাজার ৪০ জন ছাত্রী। ফলে ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার ৯ হাজার ৯২টি মাদরাসায় দাখিলে পরীক্ষা দিয়েছিল ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন। পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। সুতরাং পাসের হার বেড়েছে।
এছাড়াও এবার মাদরাসা বোর্ডের আওতায় জিপিএ-ফাইভ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন। গতবার জিপিএ–ফাইভ পেয়েছিল ৬ হাজার ২১৩ জন। সুতরাং ফলের সর্বোচ্চ এ সূচক এবার অর্ধেক বেড়েছে। পাসের হার এবং জিপিএ ফাইভে মাদরাসা বোর্ডেও এগিয়ে মেয়েরা।
এদিকে চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এছাড়া পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে শতকরা ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।
এবছর পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছেলে এবং ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন মেয়ে শিক্ষার্থী। এতে মোট জিপিএ-ফাইভ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
এবছর ছাত্র পাস করেছেন ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন এবং ছাত্রী পাস করেছেন ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী পাস করেছেন। ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭%, আর ছাত্রদের পাসের হার ৮১.৫৭%।
এছাড়া এবার জিপিএ-ফাইভ পেয়েছেন ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী। ফলে ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন ছাত্রী বেশি জিপিএ-ফাইভ পেয়েছেন।