খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2679 বার
যশোর অফিস : যশোরে ফুটবলকে কেন্দ্র করে নুর হোসেন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
গত শনিবার (১১মে) দিবাগত রাত প্রায় দশটার দিকে শহরের শংকরপুর আকবরের মোড়ের বারেক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।
নিহত নূর হোসেনের স্বজনেরা সাংবাদিকদের বলেন গত, শুক্রবার (১০মে) শংকরপুরে ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলোযোগ বাধে। যা স্থানীয়রা মিমাংশার চেষ্টা করে করে দিলেও দুপক্ষের মধ্যেই রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে দেন।
হাসপাতালের চিকিৎসক নুর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। রাত এগারোটার দিকে খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’