চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ মার্চ ২১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3951 বার
অনলাইন ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন চার প্রাইভেটকার আরোহী। এতে আহত হয়েছেন একজন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগড়ায় আধুনগর স্টেশনের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে কক্সবাজারের সমুদ্রসৈকতে যাচ্ছিলেন পাঁচ জন। লোহাগড়ায় পৌঁছলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকাটির। পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।