সাঈদ ইবনে হানিফ : যশোরের বসুন্দিয়ায়(ট্রাক চাপায়) ইউনিয়ন বিএনপির দুই নেতা নিহত হয়েছে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সহ-সম্পাদক মনজেল মজুমদার। নিহত দুই জনই বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির নেতা এবং ঘুনী গ্রামে বাসিন্দা। এদিকে সড়ক দুর্ঘটনায় (একই) ইউনিয়ন বিএনপির দুই নেতা নিহতের খবরে গভীর ভাবে শোক জানিয়েছে জেলা-উপজেলা ইউনিয়ন বিএনপি ও তাদের অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। দুপুরে পার্শ্ববর্তী উপজেলা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থক নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০শে মার্চ (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। কিছু দুর পৌঁছালে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারের সামনে পৌছালে একটা ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে সেখানে তারা রক্তাক্ত আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মোটরসাইকেল আরহী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাইফুর রহমান মোল্লা (৬২) ও কিছুক্ষন পরে ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সহসম্পাদক মনজেল মজুমদার (৫০) এর মৃত্যু হয়।