খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ২০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4342 বার
এসএম স্বপন: “শেখ হাসিনার অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটিও পরিবার” প্রতিপাদ্যে বেনাপোলে টিসিবির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকালে বেনাপোল ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের মাধ্যমে পবিত্র রমজান উপলক্ষ্যে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সরকারি সংস্থা (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাঃ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।