খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5791 বার
মাগুরা প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী মাগুরা-২ আসন এর জাতীয় সংসদ সদস্য শ্রী বিরেন শিকদারের শ্রদ্ধেয় শ্বশুর মহাশয় বীর মুক্তিযোদ্ধা শ্রী সন্তোষ কুমার রায় গতরাত ২.০০টায় ইহলোকের মায়া ত্যাগ করে পরোলোক গমন করেছেন। “দিব্যান লোকান স গচ্ছতু “। তিনি সবার কাছে তাঁর জন্য আশীর্বাদ , দোয়া প্রার্থনা করেছেন ।
তার মৃত্যুতে গ্রামের সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক মরহুমের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন প্রকাশক সম্পাদক আবদুল মুননাফ, মফস্বল বার্তা সম্পাদক দীনবন্ধু মজুমদার, অধ্যাপক শ্রী ইন্দ্রনীল, সাংবাদিক স্বপন বিশ্বাস প্রমূখ ।