খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4452 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বতের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে তার বসত ঘরের মূল্যবান জিনিস পত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হলেও পরিবারের কেউ হতাহত হয়নি। আগুন লাগার সময় চেয়ারম্যান ও তার পরিবার ঘরেই ছিলেন। তবে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বতের ফেসবুক ওয়াল থেকে জানা যায়, গতকাল( ১৭-ই মার্চ) রাত আনুমানিক ১২,৪৫ মিনিটের দিকে উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নর জয়রামপুর গ্রামের শেখ পাড়ায় অবস্তিত চেয়ারম্যানের নিজ বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন বলে জানা গেছে। তবে আগুনে কারও কোন ক্ষয়ক্ষতি না হলেও ঘরের ভীতর থাকা মূল্যবান জিনিস পত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে এই অগ্নিকান্ডের ঘটনার কারণ সম্পর্কে তেমন কোন তথ্য দিতে না পারলেও ভুক্তভোগী চেয়ারম্যান ও পরিবারের ধারণা কেউ পূর্ব শত্রুতা বশত এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে । এই রিপোর্ট লেখা পর্যন্ত দায়িত্বশীল ব্যাক্তি পর্যায়ের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।