খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5143 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহ¯পতিবার দিনব্যাপি বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, সহকারি কমিশনার(ভূমি) তিথি মিত্র, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজীবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কার মাষ্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সাংবাদিক হাবিবুল হক প্রমূখ। এদিকে চতুরবাড়িয় মাধ্যমিক বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। অন্যদিকে সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমিতে দোয়া মহফিলের আয়োজন করা হয়। দোয়া মহফিল পরিচালনা করেন অধ্যাক্ষ হাফেজ মাওঃ সাখাওয়াত হুসাইন।