কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, প্রতিটি মানুষের জীবন ধারনের জন্য পানির প্রয়োজনীতা অপরিসীম। জলাধার দখল-দুষণ বন্ধ করতে হবে। জলাধার দখল দুষণ করে আমাদের পরিবেশের আর ক্ষতি করা যাবে না। পানির অপর নাম জীবন, প্রতিটি মানুষের জীবন ধারনের জন্য পানির প্রয়োজনীতা অপরিসীম। পানির সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। চারিদিকে এতো পানি থাকতেও বিশুদ্ধ খাওয়ার পানির খুব অভাব রয়েছে।

কপিলমুনির পার্শ্ববর্তী মাহমুদকাটীর অনির্বাণ লাইব্রেরীতে লিডার্স, অনির্বাণ লাইব্রেরী ও সুন্দরবন উপকুল সুরক্ষা আন্দোলন আয়োজিত শুক্রবার বেলা ১১ টায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। লাইব্রেরীর সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে সাঃ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, আ’লীগ নেতা সরদার মোজাফ্ফর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সমীরণ দে, প্রাক্তন অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, সহকারী অধ্যাপক রেজাউল করিম খোকন, আ’লীগ নেতা পরমানন্দ মন্ডল, বাসুদেব রায়, তুষার পারভেজ, মানিক ভদ্র, লিডার্সের প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমূখ।