image_print

নড়াইল প্রতিনিধি ॥ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট রমা রাণী রায়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধরন সম্পাদক মাহমুদা বেগম কৃক। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, সদস্য ও রাজবাড়ী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী বিশ^াস, গুলশান আরা বুলু, অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি লতিফা পারভীন লেভী, কালিয়া উপজেলা সভাপতি বিউটি খাতুন প্রমূখ।
প্রধান বক্তা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদা বেগম কৃক বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।