রবিউল ইসলাম | খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মার্চ ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1208 বার
রবিউল ইসলাম : “ডিজিটাল আর্থিক ব্যবস্হাপনায় ন্যায্যতা” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং কোন অসাধু ব্যক্তি বা ব্যবসায়ি তাদেরকে প্রতারিত করতে না পারে সে দিকে বিশেষভাবে সতর্ক থাকার আহবান করেন। এছাড়া ভোক্তাদেরকে কোন প্ররচনা বা অপপোচারে কর্ণপাত না করার জন্য আহবান জানান। দ্রব্য মূল্য যদি বাজার ছাড়া বেশি চাই তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব বলে জানা যায়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী, এছাড়া উপস্থিত ছিলেন উপ-কমিশন ভূমি কাজী আনিচুর ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব হাসান আলী, মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।