সারাবিশ্ব ডেস্ক : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ড্রোন হামলার দায়ে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের এক সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

২০২৩ সালের ২৮ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানের একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট্ট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ওই হামলা ব্যর্থ করে দেয়। একটি ড্রোনে আঘাত হানা হয়েছে এবং অন্য দুটি ড্রোনকে কৌশলে আটকে দেয়া সম্ভব হয়েছে। এরপর ওই দুটি ড্রোনও বিস্ফোরিত হয়।

ইস্ফাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি বলেছেন, ওই ড্রোন হামলার পর মোসাদের ওই সন্ত্রাসী নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর ১৩ দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় ওই সন্ত্রাসীকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেপ্তার করা হয়।

এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে রবিবার (৩ মার্চ) মোসাদের ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।