খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1249 বার
এসএম স্বপনঃ জেলা গোয়েন্দা শাখা যশোরের অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, ৭৫ বেল তুলা ও কাভার্ড ভ্যানসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
ডিবি জানায়, শুক্রবার (০১ মার্চ) দুপুরে ডিবি যশোরের এসআই মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই শফিউল ইসলামগনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকার লাউজানি সাকিনস্থ জনৈক রকিব মাষ্টারের স’মিলের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল হোসেন ঝন্টু (৩০), পিতা হোসেন আলী, সাং কাগজপুকুর দক্ষিণপাড়া ও মনিরুল ইসলাম মোড়ল(২৫), পিতা মৃত মোসলেম আলী, সাং দিঘীরপাড় উত্তরপাড়া, উভয় থানা বেনাপোল পোর্ট, জেলা যশোরদের ২০০ বোতল ফেনসিডিল, ৭৫ বেল তুলা ও ১টা কাভার্ড ভ্যান উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্যমান ৬৬,০০,০০০/= টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবি।