সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়ায় পীর মোল্যা তাহের হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও হাফেজদের মধ্যে পাগড়ি প্রদান করা হয়েছে।

গতকাল আছর বাদ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগে মেধাবী শিক্ষার্থী হাফেজ সম্মাননা স্বরুপ দস্তরবন্দী (পাগড়ি) স্বীকৃতি পেয়েছেন, যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশি গ্রামের অতি দরিদ্র মো.খোকন সরদারের একমাত্র ছেলে মো. ফরিদ উদ্দিনের(১৫) সফলতার জন্য মা ও বাবার সাথে অত্র প্রতিষ্ঠানের বড় হুজুর মাওলানা ওবায়দুর রহমান শাহিন, তাকে উৎসাহ যুগিয়েছেন।

হাফেজ উপাধি পেতে সাড়ে তিন বছর সময়ে যার বাড়ি দু’বেলা দুমুঠো খাবার গ্রহন করেছেন তিনি উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের মো.আবুতালেব মোল্লা। এমনই অনুভূতি প্রকাশ করেছেন সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী।