ভুল সংশোধনী
- আপডেট: ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২০৯

বিজ্ঞপ্তি
আমি মোঃ ওমর ফারুক, পিতা- হাজী গহর আলী মোল্ল্যা, সাং- ওয়াদীপুর, ডাকঘর- ঘুনী, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর। এই মর্মে ,সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমার পুত্র: আব্দুল্লাহ বিন ওমর, মাতা- মোছাঃ আছিয়া বেগম, জন্ম তারিখ- ০৫/০৭/ ২০০৬ ইং। সে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩/২৪, শিক্ষাবর্ষে ওয়াদীপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় (মানবিক বিভাগে) অংশ গ্রহণ করে জিপিএ- ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়। যার জেডিসি এবং দাখিল নিবন্ধন নং- ২২১৮৭৬৩৮২১, রোল নং- ২০৬০২১, পাসের সন ২০২৫ ইং। কিন্তু আমার পুত্রের দাখিল পরীক্ষার মার্কশিটসহ সকল কাগজপত্রে ভুলবশত ইংরেজিতে- ABDULLA BIN OMAR, এর জায়গায় ABDULLAH, লেখা হয়েছে। যা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের মাধ্যমে, এফিডেভিট করে সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তি
মোঃ ওমর ফারুক, সাং-ওয়াদীপুর , বাঘারপাড়া, যশোর।



























