সাঈদ ইবনে হানিফ | খুলনা বিভাগ, যশোর | তারিখঃ মার্চ ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4495 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১-ই মার্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (উপজেলা) কমিটির আহ্বায়ক মোঃ শামছুর রহমান ও যুগ্নআহ্বায়ক মোঃ মশিউর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই ইউনিয়ন কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী-১] আহ্বায়ক মোঃ আব্দুল গফফার মোল্লা ২] যুগ্ম আহ্বায়ক ১” মোঃ হাফিজুর রহমান ৩] যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন ৪] যুগ্ম আহ্বায়ক মোঃ রকিবুজ্জামান রেন্টু ৫] যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ৬] যুগ্মআহ্বায়ক মোঃ সোহরাব মোল্লা ৭] যুগ্ম আহ্বায়ক মোঃ মহর আলী ৮] যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ৯] যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ১০] সম্মানিত সদস্য মোঃ গোলাম ছরোয়ার ১১] হায়দার আলী ১২] হাবিবুল্লাহ মাষ্টার ১৩] আকরাম খান ১৪] শফি বিশ্বাস ১৫] রজিবুল ইসলাম ১৬] আক্কাস আলী ২৭] তাহের হোসেন ১৮] আনোয়ার মন্ডল ১৯] গোলাম রকিব ২০] আজিজ মোল্লা ২১] জাহাঙ্গীর হোসেন ২২] শহিদুল্লাহ গাজী ২৩] নবির হোসেন ২৪] অহেদ আলী ২৫] হাবিবুর রহমান ২৬] মোজিদ ফকির ২৭] কালাম মোল্লা ২৮] জুলফিকার আলী ২৯] জিয়াউর রহমান ৩০] সাচ্চু মোল্লা, আবদুল আলিম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। এদিকে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করায় উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক গন। এবিষয়ে বিএনপির কয়েকজন কর্মী সমর্থকের সাথে কথা হলে তারা জানান, দলের দুঃসময়ে যারা দলও নেতাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে এবং বিভিন্ন ভাবে মামলা হামলা ও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে মূল কমিটিতে তারাই জায়গা পাবে এমনটাই আশাবাদী তারা।