গ্রামের সংবাদ ডেস্ক: চলতি মওসুমে যশোর জেলার আট উপজেলায় ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ মওসুমে জেলার আট উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ। উপজেলাওয়ারী : যশোর সদর উপজেলায় ১৫০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৩৩০ হেক্টর, শার্শা উপজেলায় ২১০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৫৪০ হেক্টর, চৌগাছা উপজেলায় ৪৬০ হেক্টর, কেশবপুর উপজেলায় ১২০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৭০ হাজার হেক্টর এবং অভয়নগর উপজেলায় ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দীপংকর দাশ জানান, এ জেলায় প্রতি বছর পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের পেঁয়াজ চাষের জন্য কৃষি লোন প্রদান করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পেঁয়াজ চাষে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। সূত্র: বাসস