খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 10644 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ”মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই শ্লোগান নিয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এরপর ঐ মাঠেই অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ। এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারী, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রুহোল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা প্রমুখ।